হবিগঞ্জে খোয়াই নদী দখল ও দূষণমুক্তকরণ, শায়েস্তানগর টাউন মডেল প্রাইমারী স্কুলের সামনের পুকুরে ও আধুনিক স্টেডিয়ামের প্রবেশ মুখে বর্জ্য ফেলা বন্ধ করাসহ শহরকে অস্বাস্থ্যকর পরিবেশ মুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার [৬ মার্চ] দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় একাধিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও তোফাজ্জল সোহেলের পরিচালনায় এতে বক্তৃতা করেন সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কবি তাহমিনা বেগম গিনি, ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের সহ-সভাপতি ডা. এসএস আল-আমিন সুমন, ক্রীড়া সংগঠক হুমায়ূন খান, কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, প্রবাসী নেতা আব্দুল বাছিত চৌধুরী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, আবিদুর রহমান রাকিব, আমিনুল ইসলাম ও নিহাদ ইশতিয়াক প্রমূখ।
পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।
বক্তারা বলেন, শহরের বুক চিরে বয়ে চলা পুরাতন খোয়াই নদী দখল-দূষণে মাত্রা ছাড়িয়েছে। বর্তমানে পুরাতন খোয়াই নদী হবিগঞ্জ শহরের সর্ববৃহৎ ডাস্টবিনে রূপ নিয়েছে।নদীর আশপাশের বাসাবাড়ির পয়ঃনিষ্কাশন, ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে নদীতে। এ ময়লা আবর্জনা ফেলার মধ্য দিয়ে দখলি প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে।