মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এ সময় তিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।
সোমবার [০২ ডিসেম্বর ২০১৯] তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল, মল্লিকপুর, ইতনা ও লোহাগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
মাশরাফি বিন মুর্তজা বলেন, নদীর ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে। শিগগিরই স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া ইউপি চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম প্রমুখ।
নদী দখল: এক প্রার্থীকে ইউপি নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ