পরিবেশ রক্ষায় সবুজ প্রহরী তৈরি করতে হবে : শারমীন মুরশিদ

পরিবেশ রক্ষায় সবুজ প্রহরী তৈরি করতে হবে : শারমীন মুরশিদ

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে “হাতিমারা কৃত্তিম জলাশয় ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য” বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সহ-আহ্বায়ক শারমীন মুরশিদ। এতে মূল বক্তব্য রাখেন চুনতি রক্ষায় আমরা এর সমন্বয়ক সানজিদা রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকী, ওয়ারকার্স পার্টির মিডিয়া সেলের প্রধান মোস্তফা আলমগীর রতন, ধরা’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম কিম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, ক্লাইমেট এক্সপার্ট মনির হোসেন চৌধুরী, উপকূল রক্ষায় আমরা এর সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র ও স্থানীয় সংগঠন অরণ্য এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমূখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল।

সভাপতির বক্তব্যে শারমীন মুরশিদ বলেন, পরিবেশ রক্ষার জন্য গ্রীণ গার্ডস বা সবুজ প্রহরী তৈরি করতে হবে। প্রশাসন খবরের কাগজ পরে কোন পূর্ব পরিকল্পনা ছাড়া কিছু করে ফেলবে, চিন্তাও করবে না পরবর্তীতে কি হতে পারে, এভাবে সারা দেশ চলতে পারে না। তাই নাগরিকদের ঐক্যবদ্ধ করে ধরা “গ্রীণ গার্ডস” বা সবুজ প্রহরী গঠনের উদ্যোগ গ্রহণ করবে। আর এই প্রক্রিয়া শুরু পারে চুনতি রক্ষায় আমরা’র মধ্য দিয়ে”।

সানজিদা রহমান মূল বক্তব্যে বলেন, বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ রক্ষায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য একটি অতি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এখানে সরেজমিন পরিদর্শনে যে মারাত্মক ক্ষতিগ্রস্ত বনাঞ্চলের দৃশ্য দেখা গেছে তার কারন ও ভবিষ্যত করণীয় বিষয়ে নূণ্যতম সময়ের মাধ্যে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

শরীফ জামিল বলেন, আমি মনে করি না চুনতির অবক্ষয় কারও অজানা। সবার সামনেই এই বিরল বন, পাহাড় ও জীববৈচিত্র বিনষ্ট করা হচ্ছে। যতদিন পর্যন্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই ধ্বংসযজ্ঞ রুখে না দাঁড়াবে ততদিন পর্যন্ত চুনতিসহ দেশের বনাঞ্চলের অবক্ষয় চলতেই থাকবে।

এছাড়া বক্তব্য রাখেন এম এস সিদ্দিকী, মোস্তফা আলমগীর রতন, আব্দুল করিম কিম, মীর মোহাম্মাদ আলী, নিখিল চন্দ্র ভদ্র, মুজিবুর রহমান, মনির হোসেন চৌধুরী প্রমূখ।

ধরিত্রী রক্ষায় আমরা- ধরা’র এই সংবাদ সম্মেলন থেকে সরকারকে জন-সম্পৃক্ত ও বিজ্ঞানভিত্তিক একটি সমন্বিত পরিকল্পনার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী নির্মোহ এবং স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে চুনতি রক্ষায় দাবি জানানো হয়। এছাড়াও ইতোমধ্যে ঘটে যাওয়া সংশ্লিষ্ট ঘটনা ও পদক্ষেপ সমূহের ন্যায্য বিশ্লেষণ ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়।

আরও পড়ুন …

কাল চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিষয়ে সংবাদ সম্মেলন করবে ধরা

সংশ্লিষ্ট বিষয়