1. উত্তর ও দক্ষিন ভারতের
জলবিভাজিকা – বিন্ধ্য
পর্বত ৷
2. অলকনন্দা দেবপ্রয়াগের কাছে
গঙ্গায় পড়েছে ৷
3. গঙ্গার প্রধান উপনদী হল –
যমুনা ৷
4. সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে –
সিন্-খা-বাব হিমবাহ থেকে ৷
5. ব্রক্ষ্মপুত্র তিব্বতে –
সাংপো নামে পরিচিত ৷
6. রাজস্থানের মরু অঞ্চলের
প্রধান নদীর নাম – লুনি ৷
7. সুবর্ণরেখা নদীর গতিপথে –
হুড্রু জলপ্রপাত অবস্থিত ৷
8. কাবেরি নদীর গতিপথে
শিবসমুদ্রম জলপ্রপাত সৃষ্টি
হয়েছে ৷
9. লোকটাক হ্রদ মণিপুরে
অবস্থিত ৷
10. আনাইসাগর হ্রদ থেকে লুনি
নদীর সৃষ্টি হয়েছে ৷
11. সরাবতি নদীর গতিপথে
গেরসোপ্পা বা
যোগজলপ্রপাতের সৃষ্টি
হয়েছে ৷
12. নর্মদা নদীর গতিপথে ধুয়াধার
জলপ্রপাতের সৃষ্টি হয়েছে ৷
13. ত্র্যাম্বক উচ্চভূমি থেকে
গোদাবরি নদীর উৎপত্তি
হয়েছে ৷
14. যমুনা নদী এলাহাবাদের কাছে
গঙ্গার সঙ্গে মিলিত হয়ছে ৷
15. ভারতের সর্ব্বোচ্চ
জলপ্রপাতের নাম কুঞ্চিকল
জলপ্রপাত যা কর্ণাটকের ভারাহি নদী ৷
16. গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ
তুষারগুহা থেকে গঙ্গা নদীর
উৎপত্তি হয়েছে ৷
17. ভারতের দুটি লবণাক্ত জলের
হ্রদের নাম সম্বর ও চিল্কা ৷
18. ভারতের একটি অর্ন্তবাহিনী
নদীর নাম লুনি ৷
19. দক্ষিন ভারতের নদিগুলি শুধু
বৃষ্টির জলে পুষ্ট ৷
20. ভারতের প্রধান নদীর নাম
গঙ্গা ৷
21. যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা
নদীর উৎপত্তি হয়েছে ৷
22. হরিদ্বারের কাছে গঙ্গা
সমভুমিতে নেমে এসেছে ৷
23. উত্তর-পশ্চিম ভারতের
প্রধান নদী – সিন্ধু ৷
24. উত্তর-পূর্ব ভারতের প্রধান
নদী – ব্রক্ষ্মপুত্র ৷
25. কাশ্মির উপত্যকার মধ্য দিয়ে
– ঝিলাম বা বিতস্তা নদী
প্রবাহিত হয়েছে ৷
26. সিন্ধু নদীর তীরে হরপ্পা ও
মহেঞ্জেদারো সভ্যতার
সৃষ্টি হয়েছিল ৷
27. সবরমতি নদী – আরাবল্লি
পর্বত থেকে উৎপত্তি লাভ
করেছে ৷
28. ভারতের একটি আদর্শ নদী –
গঙ্গা ৷
29. সরাবতী একটি পশ্চিম বাহিনী
নদী ৷
30. পাঞ্জাবের প্রধান নদী –
শতদ্রু ৷
31. অরুণাচলপ্রদেশে
ব্রক্ষ্মপুত্রেরনাম – ডিহং ৷
32. তাপ্তি নদীর প্রধান উপনদীর
নাম – পূর্ণা ৷
33. ডাল ও উলার হ্রদ কাশ্মিরে
অবস্থিত ৷
34. গঙ্গার দূষণ রোধের জন্য
১৯৮৫ সালে সেন্ট্রাল গঙ্গা
অথোরিটি নামে একটি সংস্থা
প্রতিষ্ঠিত করা হয় ৷
35. মহানদীর উপর ভারতের
দীর্ঘতম ( ২৬ কিমি) বাঁধ –
হিরাকুদ অবস্থিত ৷
36. মেট্টুর বাঁধ কাবেরী নদীর উপর
অবস্থিত ৷
37. নাগারজুন সাগর বাঁধ কৃষ্ণা
নদীর উপর অবস্থিত ৷
38. জন্মু কাশ্মিরের লাদাখে
ভারতের উচ্চতম হ্রদ
(১৪,২৫৬ ফুট) পংগং
অবস্থিত ৷
39. ভারতের বৃহত্তম হ্রদের নাম –
কাশ্মিরের উলার ৷
40. শতদ্রু নদীর উপর ভারতের
উচ্চতম বাঁধ ভাকরা – নাঙ্গাল
অবস্থিত ৷
41. গঙ্গা ব্রক্ষ্মপুত্রেরব-দ্বীপ
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ
সমভূমির উদাহরণ ৷
42. ব্রক্ষ্মপুত্রেরমাজুলি দ্বীপ
ভারতের বৃহত্তম নদী দ্বীপ ৷
43. গোদাবরি নদী কে দক্ষিন
ভারতের গঙ্গা বলা হয় ৷
44. কাবেরি নদীকে দক্ষিন
ভারতের পবিত্র নদী বলা হয় ৷
45. ভারতের পশ্চিম বাহিনী
নদীগুলির মধ্য উল্লেখযোগ্য
– নর্মদা,তাপ্তি,সবরমতি ও
সরাবতি ৷
46. গোমুখ থেকে হরিদ্বার
পর্যন্ত গঙ্গার উচ্চগতি৷
হরিদ্বার থেকে রাজমহল
পাহাড় পর্যন্ত গঙ্গার
মধ্যগতি ৷ রাজমহল পাহাড়
থেকে বঙ্গোপসাগরের মুখ
পর্যন্ত গঙ্গার নিন্মগতি ৷
47. লুনি নদী কচ্ছের রণে পড়েছে ৷
48. নর্মদা ও তাপ্তি নদী গ্রস্থ
উপত্যকার মধ্যদিয়ে
প্রবাহিত হয়েছে ৷
49. বাংলাদেশে ব্রক্ষ্মপুত্রের
নাম যমুনা ৷
50. ব্রক্ষ্মপুত্রেরদুটি উপনদীর
নাম হল – সুবর্ণসিরি ও
লোহিত ৷.