নদীখেকোদের প্রতি- আমিনুল ইসলাম সেলিম 

সেলিম 
নদীকে হত্যা করে কীভাবে তোমরা হও সভ্যতার পতাকাবাহক?
কর্পোরেট হাসি নিয়ে যত্রতত্র কী করে দাঁড়াও মাথা তুলে?
নিলাজ এতোটা নাকি? এতোটাই?
মাটিচাপা দিচ্ছো যারা নদীবুকে, করে যাচ্ছো প্রাণ ওষ্ঠাগত
তোমাদের নামেও ফুটছে ফুল, ঝুলছে তিলকশোভা নানান রকম
এর নাম সভ্যতা? আচানক! কী যে আচানক!
নদীকে হত্যা করে, রসহীন করে দিচ্ছো দেশ
নদীকে বন্দি করে, অপরাধী করে দিচ্ছো মনুষ্যবিবেক
নদীকে রক্তাক্ত করে, প্রাণহীন করে দিচ্ছো প্রিয় প্রকৃতিকে
তোমরা কি ভুলে গেছো মেসোপোটেমিয় দিন, নদীর সভ্যতা?
ভুলেছো কি সিন্ধু নদের পাড়ে জীবনের প্রাচীন ফসিল?
ভুলেছো কি তেরো ‘শ নদীর দেশ?
যে দেশের নদী আজ কেবল আবাদী গ্রাম, কেবল ইটের বাড়িঘর
অনেকে অনেক কিছু খেয়ে নিচ্ছে
খেতে খেতে কতোকিছু করছে সাবাড়
প্রাণদায়ী নদীকেও খেতে হবে?
এতোটাই ক্ষুধা?
নদীখেকো রাক্ষসেরা থামো,
জানো না কি? নদীহীন দেশ মরুভূমি!

সংশ্লিষ্ট বিষয়