নদী দখলের অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল খালেককে নির্বাচন থেকে তিন মাস বিরত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ওই প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা এক রিটের শুনানি শেষে বুধবার (১৭ নভেম্বর) বিচারপতি মইনুল ইসলাম ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
আইনজীবী জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘নদী দখলের বিষয়ে নদী কমিশনসহ তিনটি তালিকায় অ্যাভোকেট আবদুল খালেকের নাম রয়েছে। তার বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়। কিন্তু এরপরও তার প্রার্থিতা বৈধ করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হলেও নির্বাচন কমিশন আগের সিদ্ধান্ত বহাল রাখে। যা হাইকোর্টের রায়ের পরিপন্থী। এরপর বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী নুরুল হক হাইকোর্টে রিট করেন। এ রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করে আবদুল খালেককে নির্বাচন থেকে তিন মাসের জন্য বিরত রাখতে নির্দেশ দেন।
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে এক রায়ে জাতীয় বা স্থানীয় কোনও ধরনের নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে নদী দখলের অভিযোগ থাকলে তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। সূত্র: বাংলা ট্রিবিউন।
নদীকে ভাল রাখতে একটা পৃথক নদী দপ্তর চাইছি
ময়লা-আবর্জনায় ভরপুর নরসুন্দা নদ