বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বাতিল

বাংলাদেশ

এবার স্থগিত হলো বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। বুধবার (১৮ ডিসেম্বর- ২০১৯) থেকে ভারতের রাজধানী দিল্লিতে দুই দিনের বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। বৈঠকে আলোচনার ভিত্তিতে দুই দেশ ছয়টি অভিন্ন নদীর রূপরেখা চূড়ান্ত করার প্রস্তুতি নিত।

সময় সংবাদ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকটি স্থগিত করা হয়েছে। ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সফর বাতিলের পর এবার যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকও বাতিল করল বাংলাদেশ।

জানা যায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত জেআরসি প্রতিনিধি দলের সফরের অনুমতি না আসায় স্পষ্ট হয়ে যায় দিল্লির বৈঠক হচ্ছে না। এ বিষয়ে জেআরসির সদস্য কে এম আনোয়ার হোসেন বলেন, দিল্লিতে বুধবার থেকে প্রস্তাবিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে। দুই পক্ষ আলোচনা করে পরে বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করবে।

আরো পড়তে পারেন….

জীবন- জীবিকার জন্য ইছামতি নদীর সংস্কার জরুরী 

নদী-দখল : আমরা কি মুক্ত করতে পারবো? 

কিশোরগঞ্জের মিঠামইনে নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি তৌফিক

সংশ্লিষ্ট বিষয়