যমুনায় জেলেদের জালে ধরা পড়ল গাঙ্গেয় শুশুক

যমুনায়

সিরাজগঞ্জে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়ল গাঙ্গেয় শুশুক। শুক্রবার সকালে জেলেরা শুশুকটিকে পৌর শহরের মতিন সাহেবের ঘাট এলাকায় বিক্রি করতে নিয়ে আসলে এ তথ্য জানা যায়। পৃথিবী জুড়ে এই প্রাণীটি বিপন্ন হলেও বাংলাদেশে প্রায়ই এর দেখা পাওয়া যায়।

শুশুকটির ওজন ২৫ কেজির বেশি হবে। তীরে আনার সঙ্গে সঙ্গে এক মৎস্যব্যবসায়ী দুই হাজার টাকা দিয়ে এটি কিনে নেয়। শুশুকের তেল বেশি দামে বিক্রি হয় বলে জানালেন তারা ।

দৈনিক প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, শুশুকটি দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। তাদের মধ্যে ছিলেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হকও। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিপন্নপ্রায় প্রাণীর শিকার বন্ধ করার ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা তৈরিতে ন্যূনতম কাজ করেছে বলে মনে হয় না। পাশাপাশি মৎস্যজীবী এবং সাধারণ মানুষের অজ্ঞতা দুই মিলে নির্বিচারে অসংখ্য বিরল ও উপকারী প্রাণী প্রতিদিন ধ্বংস হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে ।

আরো পড়তে পারেন….

নদী-দখল : আমরা কি মুক্ত করতে পারবো? 

ব্রহ্মপুত্র প্রবাহ

হালদা নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

সংশ্লিষ্ট বিষয়