নদীকে রক্ষা করবার চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কিছু নিবেদিতপ্রাণ নদীকর্মী। এবার তাঁরা মিলে সবুজ মঞ্চের উদ্যোগে কলকাতায় গঠন করলেন “রাজ্য নদী বাঁচাও কমিটি”।
গঙ্গা, আত্রেয়ী, মাথাভাঙা, ইছামতী, চূর্ণী, মহানন্দা, তিস্তা, তোর্সা, কালজানি, সরস্বতী ইত্যাদি নদীর ভয়াবহ পরিস্থিতি তুলে ধরতে চন্দননগরে কমিটি গঠিত হয় গেল শনিবারে।
পরিবেশবিদ সুভাষ দত্ত, পরিবেশ বিশেষজ্ঞ বিশ্বজিত মুখার্জি, সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত, পরিবেশ চিন্তক জয়ন্ত বসু, তাপস ঘটক, বিবর্তন ভট্টাচার্যসহ বিভিন্ন নদী ও পরিবেশকর্মী দের নিয়ে এ কমিটি গঠিত হয়।
সেদিনের সভায় সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীর কাছে নদীর বেহাল অবস্থা ফেরাতে ডেপুটেশন দেওয়া হবে আগামী ফেব্রুয়ারী মাসের প্রথমদিকে। আপাতত সেই লক্ষ্যেই জোট বাঁধছে পশ্চিমবঙ্গের নদীকর্মীরা।
মনোনীত রাজ্য নদী বাঁচাও কমিটি সবুজ মঞ্চ কলকাতা মূখ্য উপদেষ্টা: সুভাষ দত্ত
চেয়ারম্যান: বিশ্বজিত মুখার্জি
কনভেনর: তুহিন শুভ্র মন্ডল, অনুপ হালদার
সম্মানীয় সদস্য/ সদস্যা: নব দত্ত, জয়ন্ত বসু, শশাঙ্ক দেব, মনি মুখার্জি, ড. বিপ্লব বসু , ড. তাপস ঘটক, বিবর্তন ভট্টাচার্য, জ্যোতির্ময় সরস্বতী, তাপস দাস, স্বপন ভৌমিক, সমর কোলে, বিশ্বজিত বসাক, রুপক পাল, ঝর্ণা আচার্য, আমবিয়া হোসেন, মেহেবুব আলম, শুভ্রদীপ ঘোষ, পবিত্র মন্ডল।