।। দীপাঞ্জন দে ।। অঞ্জনা হলো আমাদের রাজ্যের প্রাচীন নদীমাতৃক জনপদ নদিয়া জেলার একটি মৃতপ্রায় নদী। অঞ্জনাকে খাল বলেও অনেকে অভিহিত করে থাকেন। যাইহোক, আমরা এই নিবন্ধে সেই বিতর্কে না গিয়ে অঞ্জনা বাঁচানোর আন্দোলন সম্পর্কে কিছু কথা জেনে নেব। নদিয়া-মুর্শিদাবাদের অন্যতম প্রধান নদী জলঙ্গির ধারা থেকেই অঞ্জনার সৃষ্টি। আর অঞ্জনা মিশেছে চূর্ণী নদীতে গিয়ে। জলঙ্গির শাখা নদী হলেও, অঞ্জনার সাথে জলঙ্গির যোগসূত্রতা ছিন্ন হয়েছে অনেক আগেই। জেলা সদর কৃষ্ণনগর হলো অঞ্জনার জন্মস্থান। কিন্তু সেখানে আজ অঞ্জনা পুরোপুরি মৃত। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অঞ্জনার খাত প্রত্যক্ষ করা যায় বটে, কিন্তু সেখানে অঞ্জনা…