ডয়চে ভেলের আয়োজনে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা 

ডয়চে

জার্মান ভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ডয়চে ভেলে একাডেমি বাংলাদেশের সাংবাদিকদের জন্য কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করেছে৷ প্রতিযোগিতার সেরা দশ প্রতিযোগী পাবেন অনলাইন প্রশিক্ষণসহ নানা সুযোগ৷ বিজয়ী প্রতিযোগী অংশ নিবেন ইন্দোনেশিয়ায় পরিবেশ সম্মেলনে৷  ডয়চে ভেলে সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের তরুণ সংবাদকর্মীদের জন্য ডয়চে ভেলে একাডেমি এই কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। কর্মশালাগুলো “পরিবেশ সাংবাদিকতা: ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নদীসমূহ – প্রাণ ও সংঘাতের উৎস” শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে পরিচালিত হবে। এই প্রকল্প জার্মানির পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত হচ্ছে। পরিবেশ সাংবাদিকতায় মোবাইল প্রতিবেদন তৈরিতে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা করাই কর্মশালার…