গঙ্গাপুত্র ব্রহ্মচারী আত্মবোধানন্দজীর আমরণ অনশনের সমর্থনে পদযাত্রা

গঙ্গাপুত্র ব্রহ্মচারী আত্মবোধানন্দজীর আমরণ অনশনের সমর্থনে পদযাত্রা

কলকাতাতে গঙ্গার জন্য ও গঙ্গাপুত্র ব্রহ্মচারী আত্মবোধানন্দজীর আমরণ অনশনের সমর্থনে পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রা আগামী ২৮শে এপ্রিল, (রবিবার) সকাল আটটায় বাগবাজার ঘাট থেকে শুরু হবে।

অবিরল ও নির্মল গঙ্গার দাবিতে হরিদ্বারের মাতৃসদন আশ্রমে ২৭ বছরের তরুণ সন্ন্যাসী ব্রহ্মচারী আত্মবোধানন্দজী ১৮০ দিনের উপরে অনশন করে যাচ্ছেন ; সরকার থেকে বিরোধীপক্ষ কেউই মাতৃসদন আশ্রমের অবিরলতা ও নির্মলতার দাবি নিয়ে এখনো আগ্রহী নয় | আগামী ২৭ এপ্রিল ব্রহ্মচারী আত্মবোধানন্দজী জল ত্যাগ করবেন |

এই রকম চূড়ান্ত মুহূর্তে অবিরল ও নির্মল গঙ্গা আন্দোলনের সমর্থনে পাশে দাঁড়াতে “The Green Walk” ও “নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন” যৌথভাবে কলকাতার বাগবাজার ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত এক পদযাত্রার কর্মসূচী গ্ৰহন করেছে।

আগামী ২৮ এপ্রিল সকাল ৮ টায় সকল সংগঠন ও সাধারন মানুষকে পদযাত্রায় অংশগ্রহণ করতে সংগঠনের পক্ষ থেকে আহবান করা হচ্ছে |

জানা যায়, বাবুঘাটে পদযাত্রা শেষ করে ধর্মতলায় গণঅবস্থান করা হবে |

যোগাযোগ : Kallol Roy : 9331035550 Sanjay Das : 8584052243 Tapas Das : 9830779291 নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন ও এই শতাব্দী সবুজ শতাব্দী The Green Walk

আরো পড়তে পারেন…

মাদারীপুরে নদী খননে দুর্নীতি, ঠিকাদারকে বাদ দিলেন প্রতিমন্ত্রী

কানাই খাড়ির পাড়ে জীবনকে চেনা

স্বপ্ন দেখি দুই দেশে একসাথে নদী- পরিবেশের পাঠশালা গড়ছি

সংশ্লিষ্ট বিষয়