গঙ্গার জন্য কেন অনশন ভাঙলেন আত্মবোধানন্দ ? 

গঙ্গাপুত্র ব্রহ্মচারী আত্মবোধানন্দজীর আমরণ অনশনের সমর্থনে পদযাত্রা

গঙ্গা নদীর জন্য অনশন শুরু করেছিলেন অধ্যাপক গুরুদাস আগরওয়াল যিনি জ্ঞান স্বরুপ সানন্দ নামেও পরিচিত। তাঁর দেখানো পথে গঙ্গা নদীর অবিরলতা ও নির্মলতার দাবীতে গত বছরের চব্বিশে অক্টোবর থেকে হরিদ্বারের মাতৃসদনে অনশন শুরু করেছিলেন ছাব্বিশ বছরের তরুণ। মূলত গঙ্গা নদীর গতিপথ রোধ করে বাঁধ নির্মাণ, অবৈধ পাথর খাদান বন্ধ ও পরিচ্ছন্নতার দাবী ইত্যাদি ছিল অনশনের কারণ।একশো চুরানব্বই দিনের মাথায় সেই অনশন তুলে নিলেন আত্মবোধানন্দ ।

লিখিত প্রতিশ্রুতি

কিন্ত কেন?  কারণ এর আগে একটি নির্দেশ দেওয়ার পর আবার ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার ডিরেক্টর জেনারেল রাজীব রঞ্জন মিশ্র লিখিত ভাবে জানিয়েছেন যে গঙ্গার অবিরলতা ও নির্মলতার পথে আর কোন গাফিলতি করা হবে না। এমনকি তিনি এও জানিয়েছেন যে, উত্তরাখণ্ডের মূখ্যসচিবও বিষয়টি নিয়ে তৎপর হয়েছেন।

এই লিখিত প্রতিশ্রুতি পেয়েই বহু নদী ও পরিবেশ কর্মীদের অনুরোধ ও শুভেচ্ছায় এতদিনের অনশন তুলে নিলেন।

সমগ্র দেশ জুড়েই নদী ও পরিবেশ কর্মীরা এই নিয়ে উদ্বেগে ছিলেন। তারা অনশন প্রত্যাহার করার খবরে আপ্লুত ও ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার এই লিখিত প্রতিশ্রুতিতে আশাবাদী। কবি ও নদী চিন্তক জয়া মিত্র এই ঘটনার পরিপ্রক্ষিতে জানান ‘ সমস্ত উৎকন্ঠা সত্ত্বেও হালকা লাগছে’।

আরো পড়তে পারেন..

………………………………………………………………………

বাঁচলে নদী বাঁচবে দেশ : ড. মীজানুর রহমান

হালদায় তেল দূষণ, নদী কমিশন নড়ুন-চড়ুন – গওহার নঈম ওয়ারা

সংশ্লিষ্ট বিষয়