কবি উপল হাসানের কবিতা “নরসুন্দার জৌলুস”

কবিতা

নরসুন্দার জৌলুস

উপল হাসান

                                          ………………………………………………………………………………………………………….

বাঁশ পাতার পথটা পেরোলেই

মনিপুর ব্রিজ….

তাকালেই আকাশে তারা’র মেলা

ব্রিজের তলে বিধবার শুকনো

ঠোঁটের

মতোন নরসুন্দার বিষাদ…

বিষন্ন নৌকায় ছেঁড়া জাল

জেলেদের বিবর্ণ দিনের প্রতীক

হয়ে ঝুলছে….

ছেলেবেলায় এখানেই দেখছি

কত বেদেনীর নৌকা, বেদেনীর

শাড়ি পরা,

সর্পিল হাঁটা, সার্কাসের জীবন্ত হাতি-

বাঘ-ভাল্লুক,

স্কুল পালিয়ে কেটে যেত বেলা

সেইতো আমার রুপকথার নরসুন্দা,

একটুখানি বাঁক দিলেই মেলা

বাজার

দেশ বিদেশের কত সওদাগরি

নৌকা ভিড়েছে,

তামা কাসার থালা বাসনের

সোনালী ঝিলমিল,

কত মহাজনের নৌকা কত বস্র

সামগ্রী

ভর সন্ধ্যায় ঝনঝন লেনদেন,

শারদীয় শশীর জৌলস আসর

জলটুঙির চত্বরে লখনৌর বাঈজির

ঘুঙুরের ঝিমঝিম সন্ধ্যা ;

এইসব ছিল নরসুন্দার ঐশ্বর্য,

কমলা রঙের কলস ভরা পাহাড়ি

নৌকা

ভেসে যেতে দেখছি কত নববধুর

ময়ুরী

কত নায়রির পাল তোলা কারুকাজ

নৌকা,

একাওরে দেখেছি ভেলার মতন

ভাসছে

কত অজানা লাশ, নরসুন্দা পাড়ে

বাঁশি বাজাই

জেলেপাড়ার অসুস্থ নারায়ণ, শকুন

খায় গলিত

স্বাধীনতাকামী জনতার মাংস,

এখন নরসুন্দা

কোথায়?

তাঁর রুপসজ্জার

টাকাগুলি নিয়ে যায় কারা?

তাদের মুখে থুতু দিয়ে হেঁটে

এসেছি নরসুন্দা…..  

 

সংশ্লিষ্ট বিষয়