নদী দখল হয়ে যাওয়া উদ্বেগজনক : মেজর (অব.) রফিকুল ইসলাম

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন জানিয়েছে,  সারাদেশে প্রায় ৪৯ হাজার ১৬২ জন নদ-নদী দখলদার রয়েছেন।

কমিশন আরো জানিয়েছে, নদী দখলমুক্ত করার জন্য জাতীয় নদী রক্ষা কমিশন কাজ করছে। এ কাজ করতে গিয়ে যেসব মামলা হচ্ছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য স্পেশাল আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, কমিশন কর্তৃক এ পর্যন্ত গৃহীত কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, রণজিৎ কুমার রায়, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং মো. আছলাম হোসেন সওদাগর উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মেজর (অব.) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নদী দখল হয়ে যাওয়া উদ্বেগজনক। দখল হওয়া নদীগুলো উদ্ধারের জন্য হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী (অগ্রাধিকার ভিত্তিতে) পরিকল্পনা নিতে বৈঠকে সুপারিশ করেছে কমিটি। এর বাস্তবায়ন অগ্রগতি কমিটিকে জানানোর জন্য সুপারিশ করা হয়। [ফাইল ছবি]

আরো পড়তে পারেন….

পাকুন্দিয়ায় রিভার বাংলা নদীসভা’র কমিটি গঠন

রিভার বাংলা নদী সভা’র কিশোরগঞ্জ জেলা কমিটি গঠিত

তাড়াইলে “রিভার বাংলা নদী সভা” কমিটি গঠন

সংশ্লিষ্ট বিষয়