‘বোধ মননে নদীকে জানি’ স্লোগানকে সামনে রেখে দেশের নদীপ্রেমী মানুষদের নিয়ে বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ব্যতিক্রম ধর্মী এক নদী বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা।
এই কর্মসূচিতে প্রতিযোগীদের বক্তৃতা করতে হবে নদীকেন্দ্রিক নানা বিষয়সহ এর দখল-দূষণ- সংকট উত্তরণ ও সম্ভাবনা নিয়ে। মন খুলে বলতে হবে ইট-কাঠের তথাকথিত উন্নয়নযজ্ঞের মধ্যেও কীভাবে আমাদের নদীগুলো ফিরে পেতে পারে তার আপন ধারা। প্রতিযোগীদের নিজেদের মোবাইল বা অন্য ডিভাইসের মাধ্যমে ধারণ করা নির্দিষ্ট বিষয়য়ের উপর বক্তৃতা পাঠিয়ে দিতে হবে আমাদের ঠিকানায়। যার প্রতিটি ভিডিও প্রচার করা হবে RiverFlix ইউটিউব চ্যানেলে।
বক্তৃতা প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন রিভার বাংলাকে বলেন- ‘দেশসেরা কয়েকজন নদী বিশেষজ্ঞ বিচার বিশ্লেষণ করবেন প্রাপ্ত ভিডিও। এছাড়া দর্শক ভোটেও থাকবে নির্দিষ্ট পয়েন্ট। সেরা নির্বাচিত ১০ জন প্রতিযোগীকে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। রিভার বাংলার মাধ্যমে জানিয়ে রাখি প্রথম পুরস্কার: একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার: একটি ট্যাব, তৃতীয় পুরস্কার: স্মার্ট ফোন এবং অন্য ৭ জন পাবেন বিশেষ পুরস্কার। তাছাড়া বিজয়ী ১০ জনের জন্যই রয়েছে ক্রেস্ট ও সনদ।’
নদী বিষয়ক অনলাইন বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়ম ও শর্তাবলী : 01. প্রতিযোগীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
02. এই কর্মসূচিতে প্রতিযোগীদের বক্তৃতা করতে হবে নদীকেন্দ্রিক নানা বিষয়সহ এর দখল-দূষণ- সংকট উত্তরণ ও সম্ভাবনা নিয়ে। মন খুলে বলতে হবে ইট-কাঠের তথাকথিত উন্নয়নযজ্ঞের মধ্যেও কীভাবে আমাদের নদীগুলো ফিরে পেতে পারে তার আপন ধারা 03. প্রতিযোগীদের নিজেদের মোবাইল বা অন্য ডিভাইসের মাধ্যমে ধারণ করা নির্দিষ্ট বিষয়য়ের উপর বক্তৃতা পাঠিয়ে দিতে হবে আমাদের নিদিষ্ট গুগল ফরমে 04. ভিডিও অনধিক ৩ মিনিট এবং সাইজ অনধিক ৪৯৫ এমবি হতে হবে 05. প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য- www.river-foundation.org ওয়েবসাইটে গিয়ে প্রতিযোগিতার মেন্যু পাওয়া যাবে 06. ভিডিও অনধিক ৩ মিনিট এবং সাইজ অনধিক ৪৯৫ এমবি হতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ভিডিও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রিভারফ্লিক্স-এ আপলোড করা হবে 07. সম্মানিত বিচারকমন্ডলীর দেয়া নম্বর ও দর্শক বিচারে প্রাপ্ত নম্বরের সমন্বয়ে চূড়ান্তভাবে বিজয়ী ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন আরও জানান, দর্শক বিচার পদ্ধতি: ইউটিউব চ্যানেল রিভারফ্লিক্স–এ প্রতিটি ভিডিও আপলোড হবে। প্রতি ১০০০ ভিউ ১ নম্বর হিসেবে বিবেচিত হবে। প্রত্যেক সম্মানিত বিচারকের কাছে ২০ নম্বর করে ৫ জন সম্মানিত বিচারকের হাতে সর্বমোট ১০০ নম্বর থাকবে। বিচারকার্যে তথ্য-উপাত্ত উপস্থাপন, বাচনভঙ্গি, উচ্চারণ প্রাধান্য পাবে। ভিডিও পাঠানোর শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২১ এবং ভিউ কাউন্টের শেষ তারিখ ২৮ফেব্রুয়ারি ২০২১। পুরস্কার বিতরণ ১৪ মার্চ ২০২১। আয়োজক কর্তৃপক্ষ যেকোন নিয়ম রদবদল ও সংযোজন- বিয়োজন করতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণজনিত যেকোন সহযোগিতায় যোগাযোগ করুন: কো-অর্ডিনেটিং এক্সিকিউটিভ, মোবাইল: ০১৮৮৯৭১১১৫০
এই আয়োজনের মিডিয়া পার্টনার: নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা, চ্যানেল আই, কালের কন্ঠ, সময়ের কাগজ, স্পেশাল নিউজ, ও নদীবার্তা ডট কম।