‘টেকসই জীবনের জন্য নদী সংরক্ষণ’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মশালা শুরু

বৃহস্পতিবার ৮ এপ্রিল, ২০২১ সন্ধ্যায়  বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, ইসাবেলা ফাউন্ডেশন,  রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা নদী গবেষণাগার, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, নদী অধিকার মঞ্চ ও নেচার কনজারভেশন ম্যনেজমেন্টসহ দশটি প্রতিষ্ঠানের এর যৌথ আয়োজনে ‘টেকসই জীবনের জন্য নদী সংরক্ষণ’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মশালা শুরু হয়।

সপ্তাহব্যাপী এই কর্মশালার শুভ উদ্ভোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। উদ্ভোধনী পর্বে বিশেষ  অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী গবেষণাগারের সমন্বয়কারী ড. মো. মনজুরুল কিবরীয়া ও রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনর চেয়ারম্যান ও কোর্স কোঅর্ডিনেটর মুহাম্মদ মনির হোসেন। তিনি বলেন-নদী-প্রকৃতির সঠিক ব্যবহারের মাধ্যমে একটি টেকসই জীবন পদ্ধতি কীভাবে নিশ্চিত করা যায়, সে উদ্দেশ্য নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান- এতে রিসোর্স পারসন হিসেবে থাকবেন- নেচার কনজারভেশন ম্যনেজমেন্টের নির্বাহী পরিচালক ড. এস এম মন্জুরুল হান্নান খান, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, ইউনির্ভাসিটি সাইন্স মালয়েশিয়ার অধ্যাপক ড. চেন গাই ওয়েন, ও গ্লোবাল এনবাইরনমেন্ট সেন্টারের রিভার কেয়ার পোগ্রামের ম্যানেজার ড. কে কালিদাসান।

কর্মশালার মিডিয়া পার্টনার হিসেবে অছে নদী বিষয়ক অনলাইন পত্রিকা রিভার বাংলা, সময়ের কাগজ, স্পেশাল নিউজ ও নদীবার্তা ডটকম।

সংশ্লিষ্ট বিষয়