ষাটের দশকের পর থেকে এ পর্যন্ত প্রায় শ’পাঁচেক নদী আমাদের রং পলিসির কারণে ধ্বংস হয়েছে :  ড. আব্দুল মতিন

।। রিভার বাংলা ডট কম ।।

সাক্ষাৎকার

বৈজ্ঞানিক গবেষণাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক বিবেচনায় নদী প্রতিপালন করতে গিয়েই বর্তমান অবস্থার সৃষ্টি বলে মনে করছেন জাতীয় নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ড. আব্দুল মতিন

ডয়চে ভেলে: প্রতিবার বর্ষাকালেই বাংলাদেশে নদী ভাঙন দেখা দেয়৷ সেক্ষেত্রে সরকারের তো আগে থেকেই প্রস্তুতি থাকে এইসব এলাকায় নদী ভাঙন হতে পারে৷ কিন্তু তারপরও সেটা ঠেকানো যায় না কেন?

ড. আব্দুল মতিন: এই ইস্যুটা আসলে অনেক গভীরে৷ সরকার প্রস্তুত থেকেও কিছু করতে পারবে না, কারণ সরকারের প্রস্তুতিটা খুব টেম্পোরারি৷ প্রতি বছরই একটা কাজ রিপিটেডলি করে আসছেন, কিছু এলাকা খনন করা, কিছু এলাকা ক্লিয়ার করা, কিছু নদীর পাড় বাঁধাই করা৷ ইটস নট আ টোটাল অ্যাকশন৷ নদী ভাঙনের কারণ হলো, আমাদের নদীগুলোর ওয়াটার ক্যারিয়িং ক্যাপাসিটিও কমে গেছে৷ এটা তলা থেকে ভরাট হয়ে আসছে৷

ট্রান্সবাউন্ডারি রিভারগুলোই মূলত পানি সাপ্লাই করে আমাদের দেশে৷ ভারত এবং চীন থেকে আসা নদীগুলোতে অনেক সময় পানি উইথড্র করা হয়, নানা ধরনের অবস্ট্রাকশন তৈরি করা হয়৷ ফলে শীতকালে যখন আমাদের নদীগুলোতে রিটার্ডেড ফ্লো থাকে. তখন সেগুলো স্লো হয়ে যায়, সেডিমেন্ট বেশি পড়ে৷ আমরা যদি আলোচনা করে ফ্লো বাড়াতে না পারি, তাহলে তো সেডিমেন্টেশন বাড়বে৷ ফলে ভরাট হয়ে যাওয়া নদী বর্ষার সময় পানি ধারণ করতে পারে না৷ তখন পানির ধাক্কায় পাড় ভেঙে যায়৷ ফলে সরকারের যে প্রস্তুতি সেটা কোনো কাজে লাগছে না৷ এ কারণেই একই ঘটনা ঘটছে প্রতি বছর৷

বিশেষজ্ঞরা অভিযোগ করে থাকেন, অপরিকল্পিত নদীশাসন নদী ভাঙনের একটি বড় কারণ৷

অফ কোর্স, এটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট৷ আগে ট্রান্সবাউন্ডারির সমস্যা বলেছি তো৷ আপনি যেটা বললেন, সেটা আমাদের ইন্টার্নাল সমস্যা৷ আমরা বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে, স্লুইস গেট দিয়ে আমরা ইন্টার্নালি ওয়াটার ফ্লো স্লো বা রিটার্ড করছি৷ এর ফলে আমাদের ছোটছোট নদীগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে৷

পানি উন্নয়ন প্রকল্পের ভুল একটা পরিকল্পনা আছে৷ আপনারা জানেন যে, ষাটের দশক থেকে পাকিস্তান আমলে প্রোব মিশনের আইডিয়া থেকে তাঁরা এটা করেছেন৷ অ্যামেরিকান সেই প্রোব মিশনের আইডিয়া ছিল, বন্যা হচ্ছে, নদীর পানি আটকে দাও বা ডাইভার্ট করে দাও৷ এটা একটা রং পলিসি৷ আধুনিক হাইড্রোলজিতে এটা কোনো সঠিক পদ্ধতি নয়৷ আমরা এই পদ্ধতির নাম দিয়েছি কর্ডন অ্যাপ্রোচ, নদীকে বেঁধে ফেলার চেষ্টা৷ এর ফলে আমাদের নদীগুলো ধ্বংস হচ্ছে৷ ষাটের দশকের পর থেকে এ পর্যন্ত প্রায় শ’পাঁচেক নদী আমাদের ইন্টার্নাল মিসম্যানেজমেন্ট এবং রং পলিসির কারণে ধ্বংস হয়েছে৷

রিভার বাংলা ডট কম ।। একটি নদী বিষয়ক পত্রিকা ।।

এ বিষয়গুলো নিশ্চয়ই আপনারা সরকারের কাছে তুলে ধরছেন৷ সরকার তো নিশ্চয়ই এ বিষয়গুলো জানে৷

অবশ্যই৷ এখন সরকার আবার ভুল নীতির উপর ভিত্তি করে বাংলাদেশ ডেলটা প্ল্যান (বিডিপি) নামে আরেকটা ত্রুটিযুক্ত পরিকল্পনা করছে৷ সেটা নিয়েও আমরা কথা বলেছি৷ আমরা ট্রান্স-বাউন্ডারি নদীর সমস্যা সমাধান, ওয়াটার পলিসি, সবকিছু নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্সও করেছি৷ এর সব ডকুমেন্টই আমরা সরকারকে দিয়েছি৷ আমাদের সুন্দর একটা নদী নীতি আছে, সেটাও আমরা সরকারকে বহুবার দিয়েছি৷

কিন্তু গভর্নমেন্ট তার মতোই চলতে চায় আসলে৷ সরকার যেহেতু পলিটিশিয়ানরা চালায়, তাঁদের কিছু স্পেশালাইজড আইডিয়া আছে, তাঁরা সেগুলোকেই ইমপোজ করে৷ কিন্তু পলিটিক্স মাথায় রেখে তো নদী বাঁচাতে পারবেন না, কারণ, ইট ইজ আ সায়েন্টিফিক ইস্যু৷ বিজ্ঞানের ইস্যুতে পলিটিক্যাল পজিশন থেকে সিদ্ধান্ত নিলে তো হবে না৷ এজন্যই কাজগুলি আগাচ্ছে না৷

কিন্তু এখন আসলে কী করার আছে? সাধারণ মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে৷

ওভার অল নদী রিভিউ করতে হবে৷ জাতিসংঘেও একটা নদী বিষয়ক কমিশন আছে৷ বাংলাদেশ প্রথমে সেটা মেনে নিয়েছিল, কিন্তু পরে তারা সেটি রেটিফিকেশন করেনি৷ ওয়াটার কনভেনশন-১৯৯৭৷ দু’বছর আগে এটি রেক্টিফাইড হয়েছে৷ সারা বিশ্বের জন্য এটা একটি বাধ্যতামূলক নদী আইন৷ সেখানেও কিন্তু আমাদের এই বক্তব্যগুলিই আছে৷ বলা হয়েছে, ওপেন অ্যাপ্রোচে নদীকে দেখতে হবে, কর্ডন অ্যাপ্রোচে নয়৷

টোটাল রিভার ম্যনেজমেন্ট করতে হলে আপনাকে জাতিসংঘের এই কনভেনশন রেটিফাই করতে হবে৷ কিন্তু এই কনভেনশন রেটিফাই বাংলাদেশ করেনি, ভারত করেনি, চীন করেনি, কেউই করেনি এই এলাকার৷ কিন্তু বহুদিন থেকে নদীর ওপর যে কার্যক্রম চলছে, সে জায়গা থেকে তাদের তো ব্যাক করা দরকার৷ সেটা রাজনৈতিক কারণেই হোক, অন্য কোনো কারণেই হোক, আমি দুর্নীতির কথা না-ইবা বললাম, তাঁরা ওপেন অ্যাপ্রোচে নদীগুলোকে দেখেন না৷ তাঁরা সেই মান্ধাতার আমলের কর্ডন অ্যাপ্রোচেই নদীকে দেখেন৷ ফলে আমাদের নদীগুলো ক্রমাগত ধ্বংস হচ্ছে৷

সূত্র: প্রকাশ তারিখ 01.10.2018, ডয়চে ভেলে ।

আরো পড়ুন…

আপনার ছেলেবেলার নদীটা কি বেঁচে আছে না মরে গেছে? – প্রভাষ আমিন

শতসহস্র নদীর এই দেশে নদীগুলো কেমন আছে?

সংশ্লিষ্ট বিষয়