টাঙ্গন : আমার প্রিয় নদী ।। ড. অমর কুমার পাল

টাঙ্গন

টাঙ্গনের সঙ্গে আমার সম্পর্ক মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের মতো। টাঙ্গন আমাকে শিখিয়েছে মানব জগতের সঙ্গে সঙ্গে সমস্ত জীবজগৎকে ভালোবাসতে। টাঙ্গন আমার অন্তরের ক্ষুদ্রতাকে দুইহাতে সন্তর্পনে আলগোছে সরিয়েছে। মনের দৈন্যতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে জীবনযুদ্ধে কীভাবে অনমনীয় মনোভাব নিয়ে মোহনার দিকে এগিয়ে যেতে হয় তার পাঠ আমি টাঙ্গনের কোলে বসে নিয়েছি। টাঙ্গন নামক অখ্যাত নদীটি তার সমস্ত সত্তা দিয়ে চেষ্টা করে যায় আজও রাইখোরের জোগান দিয়ে আমাদের রসনাকে আর মৎসজীবীদের আর্থিক দিককে তৃপ্ত করতে। দারিদ্র্যতা তার আলুথালু বেশ ও বারিহীন রুক্ষকেশ দেখে একনজরেই ঠাহর করা গেলেও তা নিয়ে তার নেই কোনও…

সঙ্কটে নদী ও নদীনির্ভর মানুষের জীবন 

আবহাওয়া দপ্তর কিছুদিন আগে বলেছে গৌড়বঙ্গে এবার স্বাভাবিকের থেকে পঞ্চাশ শতাংশ কম বৃষ্টি হবে। ক’ দিন যেতে না যেতেই প্রবল বৃষ্টির জেরে গৌড়বঙ্গের অন্যতম দক্ষিণ দিনাজপুরে প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। যার জন্য বন্যা পরিস্থিতির উদ্ভব হয়। স্থানীয় আবহাওয়া বিভাগ আরও ক’দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে। ফলে চিন্তার ছাপ নদী পাড়ের মানুষদের। ইতিমধ্যেই আত্রেয়ী, পুনর্ভবা, টাঙ্গন নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইছে। তাহলে কি হবে? কিন্ত ঋতু অনুযায়ী এখন বর্ষাকাল। ফলে বৃষ্টি তো হবেই। কিন্ত স্থানীয় পরিবেশ কর্মীদের মতে, বৃষ্টির ধরণটা বদলে গিয়েছে। এখন দু- তিন দিনে সারা মাসের বৃষ্টি…