দখল আর দুষণে সয়লাব নরসিংদীর নদ-নদী

দখল

নদী বেষ্টিত একটি জেলা নরসিংদী। এই নদ-নদীকে ঘিরেই গড়ে উঠেছে নরসিংদীর শিল্পাঞ্চল। কিন্তু আজ দখল আর দূষণে সয়লাব হয়ে গেছে নরসিংদীর নদ-নদীগুলো। নরসিংদীর একদিকে শীতলক্ষ্যা অপরদিকে মেঘনা, এই দুটি বড় নদী জেলাটিকে ঘিরে রেখেছে। দেশের নদীগুলোর মধ্যে মেঘনা ও শীতলক্ষ্যা অন্যতম। এর শাখা নদী  ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ, হাড়িধোঁয়া, পাহারিয়া, পুরাতন ব্রহ্মপুত্র। এই নদীগুলো নরসিংদী জেলার প্রত্যন্ত অঞ্চলে বয়ে গেছে। নদীপথে সহজলভ্যতার কথা চিন্তা করে নদী তীরে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় কারখানা। দখলদাররা নরসিংদীতে বয়ে যাওয়া নদীগুলোর দু-ধারে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে একদিকে নদীর জায়গা দখল করেছে, অপর দিকে এই…