দখলে দূষণে বিপন্ন নরসুন্দা, দেখার কেউ নেই!

দখলে

দখলে দূষণে বিপন্ন নরসুন্দা, দেখার কেউ নেই! নদে সামান্য যেটুকু পানি রয়েছে তাতে নেই প্রবাহ। ফলে নরসুন্দার পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিশোরগঞ্জ শহরের অখড়া বাজার এলাকা থেকে শুক্রবার সকালে তোলা ছবি।- রিভার বাংলা ডট কম। RiverBanglariverbangla.com/