গঙ্গা দূষণের প্রতিবাদে ১১১ দিন টানা অনশন : মারা গেলেন জিডি আগরওয়াল

ভারতের গঙ্গা নদী বাঁচাতে ১১২ দিনের আমরণ অনশনের পর অবশেষে মারা গেলেন অধ্যাপক জি ডি আগরওয়াল । গঙ্গা নদীতে বাঁধ দেয়ার প্রতিবাদে গত ২২ জুন থেকে হরিদ্বারে আমরণ অনশন করা দেশটির কানপুর আইআইটি সাবেক অধ্যাপক জি ডি আগরওয়াল বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ভারতে সব হাইড্রো ইলেক্ট্রিক প্রজেক্ট বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। অনশনের ১১১ দিনের মাথায় অধ্যাপক আগরওয়ালকে মঙ্গলবার পানি পানের জন্য অনুরোধ করেছিলেন ডাক্তাররা। কিন্তু তিনি পানি পান করেননি। এর পরে তার হৃদযন্ত্রেও ক্রিয়া বন্ধ হয়ে বুধবার মারা যান তিনি। মারা যাওয়ার আগে অধ্যাপক…