কলকাতা [ভারত]: ভারতের সাধারণ নির্বাচন আসন্ন, সেই বাজারে এক দল গরীব খুঁজছেন দান করে আশীর্বাদ নেবে বলে তো আরেক দল শত্রু নিকেশ করে জোড় দেখাতে চায়। আমরা ভাবি ২৬ বছরের এক তরুণ ব্রহ্মচারী আত্মবোধানন্দজী ১৬১ দিন অনশন তপস্যা করে আত্মবলিদান দিতে চলেছেন তাঁর প্রাণ রক্ষা হয় কিসে? সেই খোঁজেই একের পর এক ধর্ণা অবস্থান প্রতীকি অনশন কর্মসূচী করে চলেছে দেশ জুড়ে । আজ তেমনি অবস্থান ছিল, নদীয়া জেলার কন্দখোলা গ্রামে, শান্তিপুরে,বাবলা পঞ্চায়েত অঞ্চলে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাঁদের মায়ের হাত ধরে এসেছিল অবিরল-নির্মল গঙ্গার দাবী তোলা বাংলার নদী কর্মীদের হাত শক্ত করতে।…