সিলেটের প্রাণ সুরমা নদীকে খুবলে খাচ্ছে বালুখেকোরা

।। রিভার বাংলা ডট কম ।। চয়ন চৌধুরী, সিলেট থেকে>>> সিলেটের প্রাণ সুরমা নদীকে খুবলে খাচ্ছে বালুখেকোরা। অথচ এই নদী সিলেট শহরকে উত্তর ও দক্ষিণ দুই অংশে ভাগ করায় এটি কেবল পরিবেশ ও যোগাযোগবান্ধব নয়, সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। যদিও এই দিকগুলোর সুব্যবহার না করে দখল-দূষণের পাশাপাশি অবৈধভাবে যথেচ্ছ বালু উত্তোলনের মধ্যে দিয়ে এ নদীকে নষ্ট করে ফেলা হচ্ছে। সিলেট শহর ও সংলগ্ন এলাকাকে সংযুক্ত করতে সুরমা নদীতে পাঁচটি সেতু রয়েছে। প্রশাসনের নাকের ডগায় এ সেতুগুলোর আশপাশ থেকেই অবাধে বালু তোলা হচ্ছে। সুনামগঞ্জের জাদুকাটা ও হবিগঞ্জের খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু…