তুরাগ নদীকে দূষণ ও দখলমুক্ত করার প্রত্যয়ে আজ শনিবার [১২ মার্চ, ২০২২] বিকালে ওয়াটার কিপার্স বাংলাদেশ কনসোর্টিয়ামের দূষণ বিরোধী অ্যাডভোকেসি প্রকল্পের আওতায় তুরাগ নদী পাড়ের সংগঠনসমূহ ও ওয়াটার কিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে এক কমিউনিটি সভার আয়োজন করা হয়। আমিন বাজার ইউনিয়নের মরিচারটেকের উত্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. রকিব আহম্মেদ। সভায় সভাপতিত্ব করেন রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খান এবং বিরুলিয়া…