কটিয়াদী, [কিশোরগঞ্জ] প্রতিনিধি>>কিশোরগঞ্জের কটিয়াদীতে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে বিশ্ব নদী দিবস উপলক্ষে বিশেষ নদী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) আড়িয়াল খাঁ নদীর তীরে ভরারদিয়া নামক স্থানে সুহৃদ সদস্য সচিব ও রিভার বাংলা প্রতিনিধি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে এই নদী আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় অংশগ্রহণ করেন সাংবাদিক রফিকুল হায়দার টিটু, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, শিক্ষক আমান উল্লাহ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, কাউসার আহমেদ সাগর, সুহৃদ- আশরাফিজুর রহমান হৃদয়, তানজীনা আক্তার, ফুয়াদ হাসান আদর, সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, জোবায়ের সিদ্দিক অটল, শাহীন আহমেদ, অ্যালেন হাসান, সিলভিয়া তমা, হাবিবুন্নাহার খাদিজা, মাকসুদুল হাসান রকি,…