ইছামতি নদীর উৎপত্তিস্থলে বাঁধ দেওয়ায় বন্ধ হয়ে যায় পানির প্রবাহ। এরপর থেকে এ নদীর দুই পাশের নিচু জায়গা ও জলাভূমি বালু দিয়ে ভরাট করতে থাকে অবৈধ দখলদারেরা। সেইসঙ্গে গড়ে উঠতে থাকে দালানকোঠা। দালানকোঠা তৈরির এই প্রতিযোগিতা এখনও অব্যাহত। এদিকে, এ নদীতেই যাচ্ছে পাবনা শহরের অধিকাংশ বর্জ্য-আবর্জনা। এতে একসময়ের দুরন্ত ইছামতি এখন পরিণত হয়েছে সরু নালায়। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের পাবনা প্রতিনিধি ইমরোজ খোন্দকার বাপ্পি’র করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। পাবনার দক্ষিণ দিকে পদ্মা থেকে ইছামতির উৎপত্তি। পাবনা শহর দিয়ে প্রবাহিত হয়ে প্রায় ৮৪ কিলোমিটার দীর্ঘ এ নদী জেলার…