রিভার বাংলা ডেস্ক: আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। ইংরেজিতে যাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডে অব অ্যাকশন ফর রিভারস। বিশ্বের অন্য সকল দেশের সাথে বাংলাদেশেও বিভিন্ন নদীভিত্তিক সংগঠন যথাযোগ্য মর্যদায় পালন করে এই দিবসটি। ১৯৯৭ সালে ব্রাজিলের কুরিতিবা শহরে এক সমাবেশে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো। প্রকৃতপক্ষে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতেই সিদ্ধান্ত হয় দিবসটি পালনের। ব্রাজিলের কুরিতিবা শহরে ১৯৯৭ সালে এক স্থানে জমায়েত হয়েছিলো বিভিন্ন দেশের বাঁধের কারণে বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ব্রাজিল, তাইওয়ান, আর্জেন্টিনা, চিলি, থাইল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে সেই সম্মেলনে অংশ গ্রহণ করেন…