ভারতের সবচেয়ে পরিষ্কার নদী কোনটি? এই প্রশ্নে অনেকেই সরাসরি উত্তর দিতে পারবেন। তারা ভারতীয় হোন বা অন্য দেশের। আবার অনেকের হাত চলে যাবে গুগলের সার্চ ইঞ্জিনে। আমি একটু সাহায্য করি। মনে আছে সোস্যাল মিডিয়াতে একটি স্বচ্ছ কাঁচের উপর নৌকার দৃশ্য? যেটা ভাইরাল হয়েছিল। কি বলছেন? ওটা কাঁচ নয়, জল…। ঠিক বলেছেন ওটাই আসলে মেঘালয়ের উমংগট নদী। মেঘালয়ের সৌন্দর্য এমনিতেই অনির্বচনীয়। তাতে যেন একটা অনিন্দ্যসুন্দর পালক যুক্ত করেছে মেঘালয়ের সীমান্ত গ্রাম ডাউকির এই অপরূপ নদী- উমংগট। উমংগট নদী আসলে খাসিয়া আর জয়ন্তিয়া পাহাড়ের একটা ন্যাচারাল ডিভাইড। যে নদী সীমান্তের ওপারেই থাকা…