দেখে এলাম এশিয়ার প্রথম পানি জাদুঘর : অনন্য এক অভিজ্ঞতার কিঞ্চিৎ বয়ান

পানি জাদুঘর! তা-ও আবার এশিয়ায় প্রথম উদ্যোগ! সে কি কথা! পানি নিয়ে আবার জাদুঘরও হয়? সাধারণের মনে এমন প্রশ্ন জাগা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। এমন সব ভাবনা নিয়ে আমরা যখন জাদুঘরের সামনের সড়কে পৌঁছালাম, তখন ঝরছিল টিপটিপে বৃষ্টির ধারা। তাই কিছুটা দৌড়েই কাকভেজা হয়ে ভেতরে পৌঁছালাম, আমরা চারজনা। বৃষ্টিতে ভেজায় মেয়েদের মুখে কিছুটা বিরক্তির প্রকাশ দেখা গেলেও তাদের মাকে মনে হলো বেজায় খুশী। পটুয়াখালী থেকে কুয়াকাটা যাওয়ার পথে কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার। এই পাখিমারা বাজারের অদূরেই একটি দোতলা টিনের বাড়িতে গড়ে তোলা হয়েছে পানি বিষয়ে এশিয়ার প্রথম জাদুঘর। পাখিমারা…