এম জে এইচ বাতেন >> কিশোরগঞ্জের বুক দিয়ে প্রবাহিত নদ নরসুন্দা। এ নদে প্রচুর কচুরিপানা জন্ম নিয়েছে। যা কিশোরগঞ্জবাসীর জন্য সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। কচুরিপানা খুবই দ্রুত বংশবিস্তার করতে পারে। এটি প্রচুর পরিমাণে বীজ তৈরি করে যা ৩০ বছর পরও অঙ্কুরোদগম ঘটাতে পারে। কচুরিপানা রাতারাতি বংশবৃদ্ধি করে এবং প্রায় দু’সপ্তাহে দ্বিগুণ হয়ে যায়। নরসুন্দা নদের কচুরিপানা নিয়ে গত ৩১ জুলাই ২০২০ তারিখে রিভার বাংলায় প্রকাশিত “নরসুন্দায় কচুরিপানা: বর্ষায়ও পানি দেখা যাচ্ছে না” শীর্ষক সংবাদ প্রকাশ করার পর (২০, আগস্ট, ২০২০) বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ…