ফুলেশ্বরীর খোঁজে

ফুলেশ্বরীর

নদীটির নাম ফুলেশ্বরী।এর বিস্তৃতি কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার কিছু অংশ জুড়ে। একসময়ের খরস্রোতা এই নদীটির উৎপত্তি হয় জালিয়া হাওর থেকে। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা ও নেত্রকোনা জেলার কিছু অংশে ফুলেশ্বরীর তেজস্বী স্রোতধারা প্রবাহিত ছিল। তৎকালীন বৃহত্তম ময়মনসিংহ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী ছিল এই ফুলেশ্বরী। রুপ, শক্তি, যৌবন হারিয়ে ফুলেশ্বরী এখন কিশোরগঞ্জ-নেত্রকোনা জেলার মৃত নদীর তালিকায় স্থান পেয়েছে। নদীটি মানচিত্র থেকে মুছতে মুছতে নদী তীরের মানুষই তাদের আদরের ফুলেশ্বরীকে ভুলতে বসেছে। নদীটির অবস্থান এখন কোথায়, আছে না নেই, তা নিশ্চিত করে অনেকেই বলতে পারে না। ফুলেশ্বরীতে একসময় জল ছিল, মাছ ছিল,…