নদী কমিশন থেকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বগুড়ার করতোয়া নদী দখলদারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি বগুড়া জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে ৩০ দখলদারের একটি আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। নোটিশ বোর্ড কিংবা শহরের জনবহুল স্থানে নদী দখলদারের তালিকা না টানিয়ে ওয়েবসাইটে আংশিক তালিকা প্রকাশ করায় এটাকে জেলা প্রশাসনের দায় এড়ানোর কৌশল বলছেন স্থানীয় লোকজন। এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘নদী কমিশন থেকে দখলদারের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, সেটা যেকোনোভাবে করলেই হলো। জনবহুল স্থানে কিংবা নোটিশ বোর্ডে তালিকা টানাতে হবে, এমনটা নদী কমিশনের নির্দেশনায়…