বিশ্ব নদী দিবস ও আমার কিছু কথা 

Tapas Das

মুখে মাস্ক, হাতে ঘন ঘন জীবাণু নাশক তরল আর চেনা-পরিচিতর মৃত্যুর খবর। একেই অনেকে বলতে চাইছেন ‘নিউ নরমাল’। নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের সাথী-দাদা ত্রিলোকেশ কুণ্ডু বেশ মজার মজার উদাহরণ দিয়ে কঠিন কথা বোঝাতে পারেন। সেদিন বলছিলেন, ‘কোন ছুতোর মিস্ত্রীর কাজ করতে গিয়ে হাত কেটে গেলে দেখবেন ক্ষততে গালার প্রলেপ দেবেন, পান বিক্রেতা চুন, গেরেজের মিস্ত্রী পোড়া মোবিল, আর গৃহস্থালি কাজে হাত কাটলে মা-বোনেরা এক মুঠো চিনি দিয়ে চেপে ধরেণ। সহজলভ্যতা আমাদের উপশম দেয়। অর্থাৎ যে যেমন পরিবেশে আছেন তার বাঁচার রসদ সেখান থেকেই আসে। আবার অপর দিকে বহুজাতিক সংস্থার…