সিলেটে সুরমা তীর পরিষ্কারে ৩ ব্রিটিশ এমপি

সিলেটে

সিলেটের সুরমা নদীর দুই তীরেই জমে ছিল আবর্জনার স্তূপ। এবার সেই আবর্জনা পরিষ্কার করলেন তিন ব্রিটিশ এমপি। সোমবার সকালে স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে সুরমা তীরের আবর্জনা পরিষ্কার করেন তারা। সিলেটে চলমান ‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’ প্রকল্পের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ পরিচ্ছন্নতা অভিযানে নামেন তারা। জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির পল স্কালি এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এমপি এবং বব ব্ল্যাকম্যান এমপির নেতৃত্বে ২২ সদস্যের দল প্রতিনিধি দল। ব্রিটিশ এমপিরা বলেন, সিলেট…