চুনতি বন সংরক্ষণের দাবিতে ধরা’র মানববন্ধন

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও চুনতি রক্ষায় আমরা এর যৌথ আয়োজনে ১১মার্চ ২০২৪ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন আরাকান সড়কে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক সচেতনতা, পাহাড়কাটা, গাছকাটা এবং জীববৈচিত্র্য বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে “মানববন্ধন” অনুষ্ঠিত হয়। সমাবেশে লোহাগাড়া উপজেলার প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানবন্ধনে সভাপতিত্ব করেন চুনতি রক্ষায় আমরা এর সমন্বয়ক সানজিদা রহমান। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল, ধরা’র কক্সবাজার শাখার আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, ধরা’র সদস্য আবদুল করিম…

কাল চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিষয়ে সংবাদ সম্মেলন করবে ধরা

ধরিত্রী রক্ষায় আমরা- ধরা’র আয়োজনে কাল শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে “হাতিমারা কৃত্তিম জলাশয় ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য” বিষয়ক একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৬ জানুয়ারি ২০২৪ তারিখে ধরা’র প্রতিনিধিদল চুনতি অভয়ারণ্য পরিদর্শন করেন ও স্থানীয় বনাঞ্চলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সহ-আহ্বায়ক শারমীন মুরশিদ, সঞ্চালনায় থাকবেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল। মূল বক্তব্য প্রদান করবেন চুনতি রক্ষায় আমরা এর সমন্বয়ক সানজিদা রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন…