উৎসবে নদী দূষণের পরিমাণ বেড়ে যায়, দূষণ মোকাবিলায় করনীয় কি?

নদী দূষণ

শরত এলো সোনা মেঘে সোনালী সরগম অন্য রকম সুরে এখন অন্য উচ্চারণ- কবি রামচন্দ্র পালের এই অনুভব আমাদেরও। প্রকৃতির রং- রুপই তখন অন্য হয়।বাঙালির বারো মাসে তের পার্বণের হাত ধরে দুর্গা পুজা আসে।যদিও সে শরৎ এখন অতিক্রান্ত ।এখন হেমন্ত ।কালী পুজাও পেরিয়ে এলাম আমরা। কিন্ত লক্ষ্য করা যায় যে পুজোর মরশুমেই নদীতে ও জলে দূষণের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। কারণ প্রতিমার গায়ে যে রং থাকে তাতে মিশে থাকে সীসা, ক্রোমিয়াম, হেক্সভ্যালেন্ট ক্রোমিয়াম, lacquer (বার্ণিশ) ইত্যাদি। তা জলে মিশলে জল দূষণ হয়। বিসর্জনের পরে দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন প্রতিমা জলে থাকলে…