।। রিভার বাংলা ডট কম ।। কর্ণফুলীর সঙ্গে লাগোয়া রাজাখালী খাল। সেই খালের ওপর দিয়ে চলে যাওয়া সড়কের একপাশে কলোনি করে অর্ধশত নতুন ঘর তুলেছেন জাহাঙ্গীর সওদাগর, রফিক সওদাগর, নসু মাঝি ও মনির মাঝি নামের চার ব্যক্তি। রাস্তার অপর পাশে একইভাবে ভাড়ার জন্য নতুন ঘর তুলছেন নোয়াব খান, আজিজ খান ও ইউসুফ খান নামের তিন ভাই। আবার কর্ণফুলীর তীর অবৈধভাবে দখল করে দিব্যি ব্যবসা করছে সোনা মিয়া ডকইয়ার্ড, হাজি আবদুল গণি ডকইয়ার্ড, রশিদ অ্যান্ড কোং, কাপ্তাই বোট বিল্ডার্স, নূসরাত জাহান ডকইয়ার্ডসহ সহস্রাধিক প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী এ সংখ্যা দুই…