“একটি নদীবান্ধব প্রজন্ম তৈরি করতে হবে”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া। হালদা নদী নিয়ে ১৮ বছর ধরে গবেষণা করছেন। দখল-দূষণ থেকে রক্ষা করে মাছের প্রাকৃতিক প্রজননকেন্দ্রটিকে রক্ষা করতে সোচ্চার তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলেছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। স্বাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। স্বাক্ষাৎকারটির গুরুত্ব বিবেচনা করে রিভার বাংলা ডট কমের পাঠকদের জন্য প্রকাশ করা হলো।- সম্পাদক রিভার বাংলা। প্রথম আলো: হালদা নদী নিয়ে দীর্ঘকাল গবেষণা করছেন আপনি। কেন, কখন বা কীভাবে এই গবেষণাকাজের সঙ্গে যুক্ত হলেন? মো. মনজুরুল কিবরীয়া: আমার জন্ম হালদাপাড়ের একটি ছোট্ট গ্রামে।…