ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। জেলায় প্রবাহিত দুই নদী একটি শীতলক্ষ্যা ও আরেকটি বালু নদী। কিন্তু নানা কারণে দূষণ হচ্ছে দুই নদী। বিভিন্ন শিল্প-কারখানা থেকে আসা ১৫ কোটি লিটার বর্জ্য মিশছে এই নদীতে। শুধু তাই নয়, শীতলক্ষ্যা ও বালু নদীর পানি বিবর্ণ হয়ে পড়েছে। কুচকুচে কালো আর উৎকট দুর্গন্ধে পানি ব্যবহার তো দূরের কথা, শীতলক্ষ্যা নদী দিয়ে চলাচল দুরূহ হয়ে উঠেছে। নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে নরসিংদীর পলাশ পর্যন্ত ও চনপাড়া থেকে ভোলানাথপুর পর্যন্ত কমপক্ষে শতাধিক নালা, ড্রেন ও খাল দিয়ে বিভিন্ন শিল্প-কলকারখানার বর্জ্যমিশ্রিত পানি এসে মিশছে শীতলক্ষ্যা ও বালু নদীতে। নারায়ণগঞ্জ…