শীতলক্ষ্যা-বালু নদী : প্রতিদিন মিশছে ১৫ কোটি লিটার শিল্পবর্জ্য

উৎকট দুর্গন্ধে শীতলক্ষ্যার পানি ব্যবহার তো দূরের কথা নদী দিয়ে চলাচল করাই দুরূহ হয়ে উঠেছে

ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। জেলায় প্রবাহিত দুই নদী একটি শীতলক্ষ্যা ও আরেকটি বালু নদী। কিন্তু নানা কারণে দূষণ হচ্ছে দুই নদী। বিভিন্ন শিল্প-কারখানা থেকে আসা ১৫ কোটি লিটার বর্জ্য মিশছে এই নদীতে। শুধু তাই নয়, শীতলক্ষ্যা ও বালু নদীর পানি বিবর্ণ হয়ে পড়েছে। কুচকুচে কালো আর উৎকট দুর্গন্ধে পানি ব্যবহার তো দূরের কথা, শীতলক্ষ্যা নদী দিয়ে চলাচল দুরূহ হয়ে উঠেছে। নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে নরসিংদীর পলাশ পর্যন্ত ও চনপাড়া থেকে ভোলানাথপুর পর্যন্ত কমপক্ষে শতাধিক নালা, ড্রেন ও খাল দিয়ে বিভিন্ন শিল্প-কলকারখানার বর্জ্যমিশ্রিত পানি এসে মিশছে শীতলক্ষ্যা ও বালু নদীতে। নারায়ণগঞ্জ…