গঙ্গা রিভার বেসিন ম্যানেজমেন্ট : সেমিনারে উঠে এল গুরুত্বপূর্ণ প্রশ্ন 

গঙ্গা রিভার বেসিন ম্যানেজমেন্ট : সেমিনারে উঠে এল গুরুত্বপূর্ণ প্রশ্ন 

গঙ্গা ভারতবর্ষের প্রধান নদী।তার নামাঙ্কিত আলোচনা। আর সেখানেই উঠে এলো নদী রক্ষায় গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। আলোচনা করেন ড. রাজেন্দ্র সিং, ড. স্নেহাল দন্ডে, জয়ন্ত বসু, ড. কৃষ্ণ খেইরনার প্রমুখ ।আয়োজক-সি এস আই আর এবং নিরি। গঙ্গা নদীর দূষণ নিয়ে তথ্য সহযোগে গুরুত্বপূর্ণ উপস্থাপন রাখেন নিরির বিজ্ঞানী ড. কৃষ্ণ খেইরনার। গঙ্গা সম্ভাবনা যাত্রার সঙ্গী নদীকর্মী ড. স্নেহাল দন্ডে গঙ্গা ও অন্য নদী বাঁচানোর জন্য শুধু গবেষনা নয় হাতে কলমে কাজ করার কথা বললেন। পরিবেশ সাংবাদিক জয়ন্ত বসু আদি গঙ্গার পুনরুদ্ধার ও পুনরুজ্জীবন নিয়ে তথ্য ভিত্তিক উপস্থাপন করেন। দেখা গিয়েছে গঙ্গার আদি চ্যানেল এখন…