নদীমার্তৃক বাংলাদেশের আনাচে কানাচে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী৷তবে দেশের অন্যান্য এলাকার চেয়ে দক্ষিণাঞ্চলে নদীর সংখ্যা অনেক বেশি৷ পশুর নদী : বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার একটি নদী৷ ১০৪ কিলোমিটার দীর্ঘ এ নদীটি বাংলাদেশের গভীরতম নদীগুলোর একটি৷ খুলনা জেলার বাজুয়া ইউনিয়নে কাজিবাছা নদী থকে উৎপত্তি হয়ে সুন্দরবনের শিবসা নদীতে মিশেছে৷ বঙ্গোপসাগরের কাছে এ নদী কুঙ্গা নদী নামে পরিচিত৷ সূত্র: ডয়েচে ভেলে । রিভার বাংলা ডটকম