বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর>> বিশ্ব নদী দিবসে আত্রেয়ী সদরঘাটে দিশারী সংকল্প পালন করলো গান, কবিতা ও লোগো প্রকাশে। দিবসটির গুরুত্ব ও প্রাসঙ্গিকতার কথা বলেন সম্পাদক তুহিন শুভ্র মন্ডল। এছাড়াও আলোচনায় অংশ নেন অমল বসু, সঙ্গীত কুমার দেব, বিজন কৃষ্ণ সরকার, অঞ্জন কুমার দাস, মাম্পি রায়, সনাতন প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠানে শপথ নেওয়া হয় নদী রক্ষার। আমরা করবো জয় গান গাওয়া হয়। ইছামতি বাঁচাও আন্দোলন এর লোগো প্রকাশ হয়। ছিলেন ইছামতি পাড়ের বাসিন্দা জুলিয়াস চৌধুরী। আজ ছাত্ররাও ছিল বিশ্ব নদী বাঁচাও দিবস উদযাপনে। নদীকে বাঁচানোর শপথ নেয় তারা- আমরা নদীকে ভালবাসবো আমরা নদীকে…