ধলেশ্বরী নদী : দখল-দূষণে আজ বিপন্ন

।। রিভার বাংলা ডট কম ।। মানিকগঞ্জ জেলা শহর থেকে দুই কিলোমিটার দূরে জাগীরে ধলেশ্বরী নদীর ওপর রয়েছে ৬০০ ফুট দীর্ঘ একটি সেতু। ১৯৬৪ সালে ঢাকা-আরিচা মহাসড়ক নির্মাণের সময় সেতুটি স্থাপন করা হয়। বর্তমানে এই সেতুর নিচ দিয়ে ক্ষীণ ধারায় প্রবাহিত ধলেশ্বরীর দিকে তাকিয়ে অনেকেই প্রশ্ন করে, এই সরু খালের ওপর এত বড় সেতুর কী দরকার ছিল? অথচ তারা জানে না এই নদী দিয়ে একসময় স্টিমার চলত। চলত বড় বড় মালবাহী জাহাজ। পদ্মা ও যমুনা ছাড়া মানিকগঞ্জ জেলার অন্যতম নদী ধলেশ্বরী। মোহাম্মদ সাইফ উদ্দিন সম্পাদিত মানিকগঞ্জের ইতিহাস বই সূত্রে জানা…