বিশ্ব নদী দিবস বাংলাদেশে যেভাবে এসেছিল : শেখ রোকন

।। রিভার বাংলা ডট কম ।। কেউ কেউ নিশ্চয়ই খেয়াল করেছেন, বিশ্ব নদী দিবস নিয়ে একটি মজার বিষয় রয়েছে। বহুলব্যবহৃত অনলাইন এনসাইক্লোপিডিয়া বা তথ্যভাণ্ডার উইকিপিডিয়ায় যদি ইংরেজিতে ‘ওয়ার্ল্ড রিভারস ডে’ খুঁজতে যায় কেউ, ব্যর্থ হবেন। উইকিপিডিয়ায় পরিবেশ-সংক্রান্ত দিবসগুলোর তালিকায় এর নাম থাকলেও পেজটি এখনও তৈরি হয়নি। কিন্তু বাংলায় ‘বিশ্ব নদী দিবস’ সার্চ দিলে খুঁজে পেতে সমস্যা হবে না। যদিও নদী দিবস সম্পর্কে জানতে এখন উইকিপিডিয়ার দ্বারস্থ হওয়ার প্রয়োজন প্রায় ফুরিয়ে আসছে। কারণ নদী নিয়ে তৎপর আন্দোলন, উদ্যোগ, সংগঠন এবং সংবাদমাধ্যম তো বটেই, এদেশের সাধারণ মানুষ বিশেষত তরুণদের বিপুল অধিকাংশ এখন…