প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ শনিবার পালিত হয় বিশ্ব নদী দিবস। তাই আজ বালুরঘাটে বিশ্ব নদী দিবস উদযাপন করলো পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প। ঢাকাসহ পৃথিবীর অন্যান্য শহরেও বেশ কয়েকদিন আগে থেকেই (২০ সেপ্টেম্বরের পর থেকে) বিশ্ব নদী দিবস পালিত হয়। গতকাল ছিল দেবীপক্ষের সৃচনা। তাই মহালয়ার পূন্য তিথিতে আত্রেয়ী নদীতে যারা তর্পন করতে আসে তাদের মধ্যে বৃষ্টিকে নদী সচেতনতা, নদী চেতনা বৃদ্ধির বার্তা দিল পরিবেশ প্রেমী সংস্থার সবুজ বন্ধুরা। লিফলেট বিলি করে নদীকে ভালবাসার বার্তা দেন বর্ষীয়ান অমল গোপাল গোস্বামী, সুচিত্রা গোস্বামী, গৌতম দাশগুপ্ত, মৌ রায়, কুন্ডু, কিংকর দাস, সনাতন…