ও ঘূর্ণি, ও জলোচ্ছ্বাস, নদীকে আহত তুমি কোরো না, কোরো না! কত যে লাঞ্ছনা, ক্লেদ, বুকে নিয়ে নীরবে বইছে নদী নদী তো সতিন নয় কারো, তুমি ফিরে ফিরে কেন ছুরি মার? ও ঘূর্ণি, ও জলোচ্ছ্বাস, ও দাপট, ওই ত্রাস নদীকে দিও না তুমি, নদীকে বইতে দাও একাকী মেখলা ‘পরে হেঁটে যেতে দাও। বুকে তার দুলে থাক পালতোলা জলতরুদল, ওকে আর ছিনিয়ে নিও না ঘূর্ণি, নদীকে আহত তুমি কোরো না, কোরো না! কচুরিপানা ও দাম, শ্যাওলা সবুজ ঘাম রাখতে দাও, থাকতে দাও ওর নিজ পায়ে, ওর বুকে খেলে যাক জলসাপ, শুশুক…