বলা হয় প্রকৃতির সাথে নারীর প্রকৃতিগতভাবেই মিল আছে। নদী তো প্রকৃতির অঙ্গ।এ নিয়ে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে রিভার বাংলাতেই একটি প্রতিবেদন লিখেছিলাম। সেখানে বলবার চেষ্টা করেছিলাম নদীর সাথে নারীর সম্পৃক্ততা নিয়ে। আজ ইন্টারন্যাশনাল ডে ফর অ্যাকশন অফ রিভার্স। আজ বলতে চাই নদীর সুরক্ষায় নারীর ভূমিকা প্রবল। আর এটাই এবারের এই নদী দিবসের থিম। নদী রক্ষায় বরাবর দুটো কর্মধারাতে বিশ্বাস করেছি। একটা নদী সচেতনতা অভিযান।আরেকটা হলো অ্যাকশন। অর্থাৎ নদীর কথা বলতে প্রয়োজনে রাস্তাতে নামতে হবে। শুধু কথা নয়, কাজ করতে হবে। এই ধারায় বিশ্বাসী হয়ে দু’হাজার ছয় সাল থেকে শুরু করেছিলাম…