বর্তমান পৃথিবীতে পরিবেশ একটি প্রধান ইস্যু। প্রকৃতি ও সমাজ মিলেই তৈরি হয় পরিবেশ। আর পরিবেশের অন্যতম অঙ্গ নদী । সেই নদীই যদি না থাকে তাহলে কিসের ভোট? এই দাবী তুলছে তনুশ্রী, অমৃতা, সহেলী ,সৈকত,প্রান্তিক, চন্দ্রিকারা।এরা প্রত্যেকেই এবার প্রথম ভোট দেবে।এরা নতুন ভোটার।এবার প্রথম ভোট দেবে ঋতব্রত, অর্করাও। নদী আমাদের জীবন। কিন্ত সেই জীবন এখন আক্রান্ত। তাই আমাদের বেঁচেও থাকাও সঙ্কটে। বেঁচে থাকাই যদি প্রশ্নের মধ্যে পড়ে তাহলে ভোট করে কি হবে? কোথায় হবে ভোট? তাই যারা ভোটে দাঁড়িয়েছেন তারা এগুলো কে প্রচারে আনুক।দায়িত্ব নিক। এটাই বলছে তারা। কি বলছে তারা?…